সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
ইউএনও পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ 

হাকিমপুরে বৃষ্টির মধ্যেও রাস্তার কার্পেটিং কাজের ভিডিও ভাইরাল 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুরে বৃষ্টির মধ্যেও রাস্তার কার্পেটিং কাজের ভিডিও ভাইরাল 

দিনাজপুরের হাকিমপুরে বৃষ্টিতে চলছিলো নিম্নমানের রাস্তা তৈরির কাজ এমন একটি  ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হওয়ার পর ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গত শুক্রবার উপজেলার একটি ৫শ মিটার সড়ক নির্মাণের কাজের ভিডিও ভাইরাল হয়।

জানা গেছে, পাইকপাড়া-বৈগ্রাম ৫শ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করছিলেন ঠিকাদারের লোকজন। এলাকাবাসী বলেন, কাজ এতোটাই নিম্নমানের হচ্ছে যে হাতের স্পর্শেই তা উঠে যাচ্ছে! 

এদিকে গত শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং টানা বৃষ্টির মধ্যে পিচ ঢালাই কাজ চলছিল। এসময় স্থানীয় একজন ব্যক্তি নিম্নমাণের কাজের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয় এবং তীব্র সমালোনা ও প্রতিবাদ শুরু হয়। 

বিষয়টি হাকিমপুর ইউএনওর নজরে এলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
 
এবিষয়ে হাকিমপুর ইউএনও অমিত রায় জানান, বিষয়টি সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। এবং রাস্তাটির যে অংশে নিম্নমানের পিচ ঢালাই দেয়া হয়েছিল তা উঠানো হয়। সেই সাথে রাস্তাটি যথাযথভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। 

এবিষয়ে জানতে শনিবার (১৫ জুলাই) উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার  ব্যবহূত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

টিএইচ